Breaking News

এইমাত্র পাওয়া: সাকিবকে নিষিদ্ধ করল ইসিবি

বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় টাইগার অলরাউন্ডার সাকিব হাসানকে নিষেধাজ্ঞা দিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সংস্থাটির আয়োজিত কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না তিনি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

দীর্ঘ ক্যারিয়ারে মাঠের বাইরের অনেক বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন সাকিব। কিন্তু কখনো তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেনি কেউ। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭১২ উইকেটের মালিককে নিয়ে এবার শুধু প্রশ্নই উঠেনি, অ্যাকশনে ত্রুটি থাকার অভিযোগ এনে নিষেধাজ্ঞাও দিয়েছে ইসিবি।

গত সেপ্টেম্বর ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়েছিলেন সাকিব। সেখানে দুর্দান্ত বোলিংয়ে দুই ইনিংসে তুলে নিয়েছিলেন ৯ উইকেট। ওই ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা।

এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎরাতে হবে সাকিবকে।

যার প্রেক্ষিতে চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয় সাকিবকে। ২৪ ডেলিভারি বিশ্লেষণ করে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

যার কারণে ইসিবি আয়োজিত সব টুর্নামেন্টে সাকিবের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ক্রিকইনফো বলছে, এ নিষেধাজ্ঞা ১০ ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে। কারণ ওইদিনই সাকিবের বোলিং অ্যাকশনের ফল ইসিবির কাছে পৌঁছে দিয়েছিল লাফবরো ইউনিভার্সিটি।

তবে সাকিব চাইলে এ নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারবেন। সে জন্য তাকে আবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় বোলিং করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি না বাঁকালে তিনি উত্তীর্ণ হতে পারবেন।

এর আগে, ২০১১ সালেও কাউন্টি খেলেছেন সাকিব। ৪৪৭ আন্তর্জাতিক ম্যাচের বাইরে দেশ-বিদেশের অনেক লিগের হয়ে খেলেছেন প্রায় হাজারখানেক ম্যাচ। কিন্তু এবারই প্রথম বোলিং নিয়ে এমন সমস্যা পড়লেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *