Breaking News

ভিসার নিয়ম সহজ করল অস্ট্রেলিয়া, থাকছে যে সুবিধা

শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠিন করেই যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে এবার কর্মীদের জন্য ভিসার নিয়ম সহজ করেছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ায় অভিবাসনে নতুন কাজের ভিসা (ওয়ার্ক ভিসা) ‘স্কিলস ইন ডিমান্ড’ বা এসআইডি চালু করা হয়েছে। গত ৭ ডিসেম্বর নতুন এই নিয়মের পাশাপাশি বাতিল করা হয়েছে আগের টেম্পোরারি স্কিল শর্টেজ (টিএসএস)।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, তিনটি স্ট্রিম নিয়ে এবারের স্কিলস ইন ডিমান্ড’ বা এসআইডি চালু করেছে অস্ট্রেলিয়া। এর আওতায় বিদেশিরা দেশটিতে কাজ ও থাকার সুবিধা পাবেন।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স থেকে সম্প্রতি জানানো হয়। এসআইডির আওতায় ভিসাধারীরা মেয়াদ থাকার সময়ের মধ্যে যতবার ইচ্ছা অস্ট্রেলিয়া আসা-যাওয়া করতে পারবেন। এমনকি কাজের অভিজ্ঞতা এক বছর হলেও ভিসার জন্য আবেদন করতে পারবেন। এতে করে কম দক্ষ কর্মীরাও ভিসা পেতে পারবেন।

ইংরেজি জানার ব্যাপারটি এখনো নিয়মের মধ্যে রাখা হয়েছে। আগের মতোই এই দক্ষতা দেখাতে হবে। ইংরেজি জানতেই হবে, এ ছাড়া কোনো বিকল্প নেই। তবে, কম বেতনের চাকরিতে আবেদনের সুযোগ রয়েছে এবার।

পাশাপাশি নতুন ভিসার জন্য ৪৫০টির বেশি পেশার তালিকাও প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ। অভিবাসন আইনজীবীরা বলছেন, আগের তুলনায় এ ভিসাপ্রক্রিয়া সহজ হবে।

তবে নতুন তালিকায় বাদ পড়েছে আগের তালিকার জনপ্রিয় বেশ কিছু পেশা, যেমন রেস্তোরাঁ ব্যবস্থাপক, সেলুন ব্যবস্থাপক ইত্যাদি। রাখা হয়েছে সাস্থ্য, প্রযুক্তি, নির্মাণসহ বিভিন্ন খাতের চাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *