Breaking News

ছেলের বাড়িতে ছাগলের ঘরে তালাবন্দি বৃদ্ধার পাশে ইউএনও, আটক পুত্রবধু

ফরিদপুরের নগরকান্দায় ছেলের বাড়িতে ছাগলের ঘরে তালাবন্দি অশীতিপর বৃদ্ধা সবজান খাতুনের পাশে দাঁড়িয়েছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) কাফী বিন কবির।

সোমবার (১০ মার্চ) বিকেলে সবজান খাতুনের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন তিনি। এসময় সার্বিক সহযোগিতা প্রদানসহ তার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে বৃদ্ধার ছেলে আবুল কালাম কৌশলে পালিয়ে যান। তবে ওই বৃদ্ধার পুত্রবধূ নাসিমা বেগমকে আটক করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার নির্দেশে তাকে তাৎক্ষণিক নগদ টাকা, ইফতার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য, হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়াও বৃদ্ধার জন্য বয়স্কভাতার ব্যবস্থাসহ চিকিৎসা ও অন্যান্য সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।

ইউএনও কাফী বিন কবির বলেন, খবর পেয়ে বৃদ্ধা মায়ের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেওয়া হয়েছে। তার বসতঘর মেরামতের জন্য টিন, ফ্যান ও লাইট প্রদান করা হবে। বয়স্কভাতার ব্যবস্থা করাসহ চিকিৎসা নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, পরিবারটি খুবই গরীব। বৃদ্ধার ছেলে আবুল কালাম কৌশলে পালিয়ে যান। তার পুত্রবধূ নাসিমা বেগমকে আটক করা হয়েছে। তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *