Breaking News

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। ওয়ানডে ফরম্যাটের এই আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।

আসন্ন ডিপিএলকে সামনে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। আসন্ন এই আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো।

ক্রিকেটারদের দলে টানতে বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলবদল নিশ্চিত করতে ছবিও পাঠিয়েছেন সাকিব।

সাকিব ছাড়াও লিজেন্ডস অব রূপগঞ্জে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবের খেলার কথা রয়েছে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলিকে বেছে নিয়েছে দলটি।

এবারে দলবদল করেছেন জাতীয় দলের আরো কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার। নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, লিটন দাস, সাদমান ইসলাম এবং ইমরুল কায়েসদের নাম রয়েছে এই দলবদলে।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আর দেশে ফেরেননি সাবেক সংসদ সদস্যসাকিব আল হাসান। একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে চেক প্রতারণার একটি মামলায় গত ১৯ জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *